গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে মেনজ-ফি পেপার মিলস এর বানিজ্যক ভাবে যাত্র শুরু করল আজ রবিবার থেকে।এ উপলক্ষে বানিজ্যিক উৎপাদন শুভ উদ্ভোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম ফরিদ উদ্দিন (ব্যবস্থাপসা পরিচালক রুপালি ব্যাংক),বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহিনুর ব্যপস্থাপনা পরিচালন ইউনাইটেড ব্যাংক, জনাব আনিছ জি এম রুপালি ব্যাংক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেনজ-ফি পেপার মিলস এর চেয়ারম্যান ইছাক আলী খান পান্না। উক্ত অণুষ্ঠানে আর উপস্থিত ছিলেন মেনজ-ফি পেপার মিলস এর ডি এম ডি জিয়াউর রহমান, আব্দুল আওয়াল, ডিজিএম নাজিম হাছানসহ আর অনেকে।
-সূত্র: গজারিয়ার আলোড়ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস